🍁
মাঝে মাঝে এক শূন্যতা গ্রাস করে আমাকে
পরম শূন্যতার একাকীত্ব নিয়ে নদীটার তীরে এসে বসি
সারাদিনের শূন্যতা ঘনীভূত হয় বিন্দুতে
ফোঁটায় ফোঁটায় ঝরে পড়ে নদীটার বুকে
মেয়েদের কাঁখের কত কলস পূর্ণতা পায় নদীর জলে
পূর্ণতা দিতে দিতে কত সভ্যতার ইতিহাস পেরিয়ে গেছে
নদীটাও একদিন শূন্যতা নিয়ে একাকী হয়ে পড়ে
কতটা পূর্ণতার ভিতর কী শূন্যতা নিয়ে বয়ে চলে নদী
অশ্রুতে বিষাদ ছুঁয়ে যায় বুক, কে তার খবর রাখে?
🍁
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ২৬|০৬|২০২৩