🍂
উন্মত্ত ঝড়ের তান্ডবে ভেঙে যায় নদী-বাঁধ
ভেঙেচুরে যায় মনের বাঁধ, মৃত্যু-অভিঘাত
ভাসায় দুমড়ে মুচড়ে যাওয়া জন্ম ও জীবন
রাতভর উপবাসে দীর্ঘশ্বাসে ক্ষুধার সংক্রমণ
রাতের নির্জনতার ফাঁকে শিকড় ছিঁড়ে যায়
তবু ঘ্রাণ জন্ম-মাটির, প্রিয় গন্ধ-গভীরতায়
বেঁচে আছি আমরা ক'জন নিষিদ্ধ বরষায়
বৃষ্টির শব্দেরা ছোঁয় হৃদয়ের বালুকাবেলায়
লুকোনো বিষাদগুলি ওষ্ঠপুটে তবুও বাঙ্ময়
আরম্ভের প্রতিটি সকাল শুধু প্রতিশ্রুতিময়
অধিকার বুঝে নিতে জীবন থাকে দাবিময়
হৃদয় অভ্যন্তরে আশাটুকু আজও স্রোতময়!

🍂
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ১৫|০৬|২০২১