ইদানিং একটা আগুনের গল্প শুনছি খুব---
ভয়াবহ আগুনে পুড়ে যাচ্ছে আমাদের জীবনপঞ্জী,
পোড়াতে পোড়াতে আগুনের হলকা এসে থামে
একটা সরোবরে এসে,.. যেখানে
জল অনুগত, স্রোত অনুগত, হাওয়া অনুগত;
সেখানে পালতোলা নৌকা ভেসে যাচ্ছে অবাধে..
সাতসকালে ফুটপাতের সস্তা হোটেলে
কয়লার উনুন ধরাচ্ছে বৃদ্ধ নিবারণ কাকা,
পাঁউরুটি-ঘুগনির সাথে ধোঁয়া-ওঠা চা খায়
ঠেলাওয়ালা, দু-তিনটে হকার।
একটু বেলা বাড়তেই কলেজ-স্কোয়ারে জটলা করে
কয়েকটা রোগা-পাতলা খোঁচা দাড়িওয়ালা যুবক।
কুশপুত্তলিকায় আগুন ধরিয়ে
স্লোগান দিতে দিতে ওরা এগিয়ে যায় রাস্তায়,
"মানছি না - মানবো না, কালো হাত ভেঙে দাও - গুঁড়িয়ে দাও"..
ওদের ইস্পাত-কঠিন চোয়ালে, চোখে মুখে আগুন গড়িয়ে পড়ে!
লাইট পোস্টে, রাস্তার ফেন্সিং-এ রঙবেরঙের নিশান ওড়ে..
রাস্তার ধারে একা হাঁটু মুড়ে বসে একটা পাগল
আপনমনে এইসব বিচিত্র আগুনের ছবি দেখে!