ভালোবাসাহীন বেঁচে থাকার পাশে
নিশ্চুপ এসে দাঁড়াই—
ফোটে হাসনুহানা, জুঁই...
গন্ধ ভাসে, মাতোয়ারা হয় কেউ।
এতটা টাটকা, জীবন্ত নই আর
জেনে গেছি সম্পর্ক সুতোর টান, জেনেছি
বিচ্ছিন্নতা, হয়তো আজ অপ্রাসঙ্গিক!
তুমি সব বিতর্ক তির্যক করে দেখো
কৌণিক দূরত্বে তাই সঙ্কট লেগে থাকে
আগল খুলে এগিয়ে দেয় নি কেউ
হাত ধরে শিখিয়ে দেয় নি কেউ, শুধু
শূন্যতায় ভেসে যায় স্তোকবাক্য, নীতিবাক্য...
হতেই তো পারতো অনেককিছুই —
যদি বলতে একটিবার।

সন্ধ্যে নামে নির্বিবাদে
সন্ধ্যে নামে বিজন মাঠে
সময়ের সকাল কবে চুরি হয়ে গেছে!
তবুও বলি, এই যে দেখা ও শোনা, এবং
ভাবা ও বলার মাঝে এত অন্ধকার;
তাতেও ভোর হয় আরেকবার।

টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ২০|১০|২০২২