*(শিক্ষক দিবসে মেরুদণ্ড গড়ার কারিগরকে শ্রদ্ধাঞ্জলি)*

🙏
ছাত্রের মাথায় আশীর্বাদের হাত রাখেন শিক্ষক
সিলেবাসে ঢুকে পড়ে নতুন জীবন গড়ার পাঠ্যক্রম
এখন পৃথিবীতে অন্ধকারের ঢল
চোখের নিচে মারিয়ানা খাত
শিস ভাঙা পেনসিলে ছাত্র লিখে চলেছে এপিটাফ...
প্রাত্যহিকের রোজনামচায় সামান্য উপকরণের
মধ্য থেকেই নিষ্কাশিত করে নেয়
বৃহত্তর জীবনের গাঢ়তর সত্যকে
অনেক কাজের ভেতর অজস্ররকমের দুশ্চিন্তা
দুঃখ ও আনন্দ, সাফল্য ও ব্যর্থতা আছে
তাই নিয়েই আমি দিব্যি বেঁচে থাকতে পারতাম
খুঁজে পেলাম একটা পোস্ট কার্ড হঠাৎ
ভাঙা ট্রাঙ্কের ধুলোজমা কাগজের তলায়
চারপাশ নিস্তব্ধ
গতজন্মের দিকে নেমে গেছে
গাজনের মেলায় শেষ বিকেলের রোদ
বিবেকের অন্তর্লীন তাপ-উত্তাপ আর টানাপোড়েনের মধ্যে—
আপসের মৌরুসী পাট্টায় অর্জিত
ন্যুব্জ মেরুদণ্ডটা আমাকে বাঁচতে দেয় না কিছুতেই...

🙏
*(সংরক্ষিত)
রচনাকাল > ৫ সেপ্টেম্বর, ২০২৪