🍂
বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করছি
তুমি আমাকে অগ্রাহ্য করছ!
গতকাল রাতে
তুমি পাশ ফিরে শুয়েছিলে অনেকক্ষণ
ঘুম আসছিলনা বলে
বারান্দায় একটার পর একটা সিগারেট খেয়েছ
ঘুম তো আমারও আসে নি, তুমিও তা জানো
আমি তোমার পাশে গিয়ে বললাম
—কথা বলো, প্লিজ!
তুমি আবার সটান বিছানায় এসে শুয়ে পড়লে
একটি কথাও বললেনা।
আমি কিন্তু আবারও চেষ্টা করব ভীষণরকম
রাস্তার ওপর সিগারেট, মদের বোতল
ডিমের ওমলেট সাজিয়ে গুছিয়ে সুকৌশলে
ছোট ছোট ব্যারিকেড করব
যাতে তুমি কথা বলতে বাধ্য হও
রেগেমেগে হয়তো বলেই ফেললে—
এসব হচ্ছেটা কী?
তাতেও যদি কাজ না হয়
তবে আবার চেষ্টা করব, আবার.. বারবার
কারণ, চেষ্টার অসাধ্য কিছু নেই এ জগতে
তোমার অফিস যাওয়ার কোট, টাই, রোদ-চশমা
অথবা একগুচ্ছ গোলাপ নিয়ে
না না হাতে নয়, মাথায় নিয়ে ব্যালেন্স করে করে
ঘুরে বেড়াব তোমার চারপাশে পাগলের মতো
এরপর—
তুমি নিশ্চয়ই আমার সাথে কথা বলবে
এবং বলবেই বলবে আমি নিশ্চিত
মুখে না বললেও—
মনে মনে, ফিসফিসিয়ে নিশ্চয়ই আমাকে বলবে—
পাগলি একটা কোথাকার...!
🍂
টালিগঞ্জ, কোলকাতা - ৮২
রচনাকাল > ২৯|১২|২০২৩