অভিমানে চলে গিয়েছিলাম দূরে... বহু দূরে
শূন্য বাতাসে ভেসে ভেসে নির্জন দ্বীপের চরে
কতো শত চুম্বন উপেক্ষা করে প্রতিক্ষার প্রহর গোনা
নির্জন দ্বীপে হেঁটেছি বহুদূর, বসন্তের গান শুনিনা!
বাতাসে ভেসে ভেসে গহন অরণ্য পথে বিচরণ করি
লতায় পাতায় পুষ্প কুসুম ছুঁয়ে বসন্ত খুঁজে ফিরি।
অরণ্যপথে হৃদয়ে গেয়ে ওঠে গান মরমী সাধক
লতায় পাতায় আলিঙ্গনে পাশাপাশি থাকবার ডাক।
গাছের ডালে ডালে ঘর্ষণে জ্বলে ওঠে দাবানল
সারা শরীর জুড়ে উত্তাপ অনুভব গনগনে অনল।
অন্তরের মরমী সাধক রুদ্রাক্ষ বীজ বোনে
বাতাসে ভাসে উর্বর রেণু ভ্রমরের গুঞ্জনে।
কামনার শৃঙ্গার মাখা ঘ্রাণ অন্তরে তোলে কলরব
হৃদয় জুড়ে উৎসব... ফেলে আসা জীবনের উত্সব!
আজ শুধু অনুভবে দেখা,..বন্ধ অভিমান ভরা চোখ
রক্তে আমার ভালোবাসা এঁকে দেয় মরমী সাধক!
হৃদয়ে উড়ে আসে ছন্দোবদ্ধ রঙিন প্রজাপতির পাল
ধমনীর রক্তে খেলে যায় অগ্নি স্ফুলিঙ্গ ...
শরীরে আমার বসন্তের বয়ঃসন্ধিকাল!!
2nd August, 2018
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।