অগণন মানুষের ভিড়ে কোলাহল আর্তনাদে
কোথায় যেন হারিয়ে গেছে জীবনের গান
সবুজ শ্যামলিমা ধ্বংস করে ক্রমশ মাথা তুলছে
সিমেন্ট কংক্রিটের পাহাড় সদম্ভে নির্বিবাদে
নেই সেই উদাত্ত পৃথিবী আর মৃত্তিকার ঘ্রাণ!
সৌন্দর্যের জাগরণ নেই চৈত্র-পূর্ণিমায়
বসন্তের সব আয়োজনেও কোকিল স্তব্ধ
চকোরের কন্ঠ রুদ্ধ... চাঁদ থমকে যায়
কাকের কর্কশ ধ্বণি কা..কা, ব্যর্থ বসন্ত!
প্রকৃতিকে নিয়ে আগুন খেলায় মেতেছি
পুড়ে যাচ্ছে প্রণয়ীর দামি শাড়ির আঁচল
মধু-চন্দ্রিমার রাতে ছড়ায় তীব্র পোড়া গন্ধ
জেগে ঘুমোনোর গল্প... দেখেও না দেখা
হয়তোবা...সবাই আশ্চর্যজনক অন্ধ!
পাখিরাও আজ সম্ভাবনার নতুন ডিমের স্বপ্ন
পাঁজরে লুকিয়ে উড়ে যাচ্ছে অনন্ত আকাশে
শ্যামলিমা হারিয়ে ধূসর হতে থাকে পৃথিবী
বীজদানা শূন্য শস্যক্ষেত্র পড়ে থাকে নিঃশেষে।
বসে থাকি নিশ্চুপ, মিশে যাই নিঃশব্দ নিমগ্নতায়
মনে পড়ে যায় জন্ম-জন্মান্তর...
মৃগনাভির ঘ্রাণের সাথে শুনতে পাই
অসংখ্য হরিণের ক্ষুরের শব্দ..
আকাশ ভেঙ্গে বৃষ্টি আসে অবিশ্রান্ত
পাখিদের চঞ্চু থেকে ঝরে পড়ে বীজমন্ত্র
ভরে ওঠে সবুজ উদ্ভিদ... জেগে ওঠে প্রাণ!
শস্য শ্যামলা সবুজ পৃথিবী
গেয়ে ওঠে আবার... জীবনের গান।।
29th July,
কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র।