🍂
সারাদিন খরতাপে পুড়ে ও পুড়িয়ে
প্রতিদিন সূর্য ডুবে যায়।
সূর্য ডুবে গেলেই কি সূর্যাস্ত হয়, আর
তার সাথে কি সবাই ডুবে যায়?
যেদিন পাড়ার ওই পাগল চিত্রকর
বিকেল বেলায় রঙ-তুলি নিয়ে
লাল রঙ ছুঁড়ে ছুঁড়ে দেয় পশ্চিম আকাশে
শুধু সেদিনই আমাদের রক্তিম সূর্যাস্ত হয়।
তারপর মধ্যরাতে কালপুরুষ জেগে থাকে
জেগে থাকে সপ্তর্ষিমণ্ডল...
কেউ ডুবে গেলে, কেউ ঠিক জেগে থাকে।

🍂
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ১৩|০৬|২০২৪