15th August শ্রদ্ধেয় কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মদিনে আমার শ্রদ্ধাণ্জলি : 🙏
---------------------------------------
সুকান্ত-রা যুগে যুগে আসে...
শুধু হাঁটে, হেঁটে যায় আগ্নেয় স্পর্ধায়
কন্টকাকীর্ণ পথ মাড়িয়ে দু'পায়ে রক্ত ঝরায়
প্রতিবন্ধকতার পাথর ঠেলে সম্মুখে এগিয়ে যায়।
এ পথিকের বর্ণমালায় বঞ্চিত মানুষের দাবির গান
পাঁজরে পাঁজর ঘষে জ্বালে আগুন,... চির বহ্ণিমান।
এ পথিক হাঁটে কখনো মাটিতে, কখনো আকাশে
কখনো জলে ভেসে, ... এ দেশ থেকে ভিনদেশে।
পৃথিবী ঘুমায় নিশ্চিন্তে, পথিক থাকে জেগে
পেতে দেয় বুক হৃদয়ে মশাল জ্বেলে
আসুক তুফান ঝঞ্ঝা যতোই বেগে।
পুঁজিবাদ, ধনতন্ত্রের ধ্বজাধারীদের উদ্ধত অহঙ্কার
একরোখা বিধ্বংসী দাবানল হয়ে আগুনেরা
বুঝে নিতে জানে নিজ নিজ অধিকার।
রোদ ঝড় জল অশনির হিংস্রতার ভাঙ্গে দাঁত
পথিক হেঁটে যায় পথ,...শুধু খুঁজতে ভবিষ্যৎ।
মহৎ আদর্শে যারা আজও আছে খাড়া
নোয়ায়নি মাথা সোজা রেখে শিরদাঁড়া
রক্তে যাদের প্লাবন ছোটে শিরা ধমনীতে
তাদের হৃদয়ে বীজ বুনে যায় একাকী অতর্কিতে।
মৃত্যু পারেনা ছুঁতে কিছুতেই এদের অমরত্বকে
একাকী মৃত্যু ঝরে যায় শুধু নিজেরই মৃত্যুশোকে।
এসব পথিকেরা থামতে জানেনা যুগে যুগে চলমান
শোষণের বিরুদ্ধে গর্জে ওঠে,... দেয় লাল-স্লোগান।
সুকান্ত মানে সাম্যবাদ,... সমাজতন্ত্রের দিশা
রক্তে মেধায় মননে বিপ্লব, গভীর এক নেশা
বুক জুড়ে থাকা শ্রমজীবীদের ঘামে ভালোবাসা।
আরও দৃঢ় হবে, প্রগাঢ় হবেই প্রতিবাদ জ্বলন্ত
ওই তো মিছিলে লাখো মানুষ অগণিত সুকান্ত।।
15th August, 2018
কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র উপনগরী।