সব জানি তবু,
জানিনা ভবিষ্যৎ ...
কী হবে বা হতে পারে একটু পরে!
তবুও যা হচ্ছে, ... ভালো কিংবা মন্দ
তার নেই কোনো প্রশংসা বা প্রতিবাদ
আমাদের নেই কোনো আবেগ অনুভূতি!
শব্দ ফুরিয়ে গেছে, ...
বিবেকহীন, ... মেরুদন্ডহীন
প্রাণ নেই,... হৃৎপিন্ড নেই ...
মস্তিষ্ক আমাদের আর বার্তা দেয়না
সঠিক কাজের দিকনির্দেশ করেনা!
দানে-প্রতিদানে, ... পাপ-পূণ্যে
ভালো-মন্দ, ... অন্যায়-অবিচারে
সবাই কেমন অবিচল নির্বিকার!
কুমারী বোনেদের ইজ্জত নেই,
মনুষ্যত্ব পুড়ে ছাই,
গণধর্ষণের পুনর্নির্মাণ সাজাই, ...
.... আত্মগোপন করে কেউ....!
সব জানি তবু,
শব্দহীনতায় মাথা নিচু, ... মিঁউ মিঁউ!
11th December, 2019
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।