🍁
গরমে কাহিল গুরুদাস বাবু
বেড়াতে গেছেন শিলং
শিফটিং ডিউটি করা
একঘেয়ে জীবনের
ছাড়াতে জং।
পাহাড়ী পথের ঝক্কি ঝামেলা
আবার হাঁটুর ব্যথায় ঝালাপালা
যাত্রাপথের ক্লান্তি কমাতে
তাই গেলেন উড়ে বিমানেতে।
বৃদ্ধ বয়সে ধরেছেন ফেসবুক
এখন এটাই ওনার হবি
ল্যান্ড করেই পোস্ট করছেন
নিত্য নতুন ছবি।
কোথাও গিন্নীকে নিয়ে সাথে
পশ্চাতে গিরিখাত
কোথাও বা মহানন্দে
মেলে ধরেছেন দুই হাত।
বন্ধুদের সাথে নিয়ে দাঁড়িয়ে
পাশে কল্লোলিনী ঝর্ণা
শিলং পাহাড়ে এসে ওনার
হারিয়ে যেতে নেই মানা!
বন্ধু পরিবার সকলে মিলে
শিলং ভ্রমনে এসে ইউনাইটেড
গুরুদাস বাবুর আজ যেন
'ফান আনলিমিটেড'।
গুরুদাস বাবু মনমরা হয়ে
একা ছিলেন বসে
একঘেয়েমি জীবনেতে
ক্লান্ত হয়েছেন শেষে।
গুরুদাস বাবু!
শরীরের মাঝে বেঁধে রাখা প্রাণ
নয় তা কখনো জীবনের মানে
এ বিশ্ব মাঝারে মিলাও তাহারে
আসবে জোয়ার প্রাণে।
গুরুদাস বাবু কিন্তু
জীবনে খুবই প্রাকটিক্যাল্
শিলং ভ্রমন সেরে তাই
করে নিলেন, 'লাইফ রিনিউয়্যাল'।
🍁
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ২৬|০৫|২০১৭