আমি এখন অনেক শক্তিশালী
আধুনিক সব সমরাস্ত্রে সুসজ্জিত
আমি এখন চাইলে কী না করতে পারি!
পৃথিবীটাকে আমি সাজাব আমার মত করে—
কংক্রিটের জঙ্গলে হবে আবাসন প্রকল্প
বিষাক্ত গ্যাসের সুগন্ধিতে ম-ম করবে চারদিক
নদীকে কেটেকুটে বিভাজিত করব বাইপাসে
পাহাড় কেটে কেটে বানাব দীর্ঘতম হাইওয়ে..
ওসব চেতনা-ফেতনা'র ধার ধারি না আমি
যতসব ঠুনকো সেন্টিমেন্ট!
মানি না কোনও মানবাধিকার, কোনও যুক্তি-তর্ক
বরং, —মন দিই টেবিলের তলায় হাতগুলোর দিকে
গোপন পকেটের আশেপাশে..
বেশ চকচকে মোহরের আনাগোনা, এখন
মোহরকুঞ্জে বসে একটা জমজমাট বিনোদন ডিল চাই!
পরিপূর্ণ প্রজ্ঞার চেতনা এখন দূরে সরে যাচ্ছে, বহুদূরে..
কোনও এক নিরাপদ নিবিড় আশ্রয়ের খোঁজে!