হাঁটতে হাঁটতে পেরিয়ে যাই ফিনিক্স-মন
তখন ক্ষণসঙ্গমে আমরা অমরতা খুঁজি
গণিকাকে দিই সমূহ সমর্পণ
ক্ষণিকের মুহূর্তে শারীরিক হলেও
আক্ষেপের নুড়ি আর জল বয়ে যায়
চলনের ঢালে..
আশ্রয় কি মেলে হৃদয়ে?
.
আকাশের বুকে বৈরাগী চাঁদ ওঠে
অকস্মাৎ উদ্যত কান্নাকে স্বমেহনে ভুলে যাই
মেঘের শরীর জুড়ে যে আগুন লুকানো থাকে
তার বিশ্বাসের বুকে কালবৈশাখীর ঝড় ওঠে
প্রেমের মতো গহীন কোনও ঋতু বসন্তরাগে
সব ঝড় এসে থামে হৃদয়ের আশ্রয়ে
সব আগুন, সেদিনের যত গর্বিত অপব্যয়
সবকিছু লীন হয় ভালোবাসার নদীটির জলে!

.
টালিগঞ্জ, কোলকাতা।
১০|০৮|২০২২