বসন্ত এলেই কৃষ্ণচূড়ার গাছে আগুন লাগে
তার প্রিয় ফুল ছিল কৃষ্ণচূড়া, —আমারও;
কুঁড়ির ভিতর উদ্ধত পুংকেশরের স্মৃতি..
কিশোরবেলার বেশ মজার এক যুদ্ধ-যুদ্ধ খেলা
সেইসব ফুলেল দিন পেরিয়ে বসন্ত পেরিয়ে যায়
তখন কৃষ্ণচূড়ার ফল হয় তরবারির মতো
সে যুদ্ধ ছিল আরও কঠিন, – অন্যরকম স্মৃতি
বিপ্লব ঘটিয়ে সে চলে গেছে আজ অনেকদিন
হয়তো, অন্য কোনও রঙিন ফুলের দেশে..

এখানে এখন যুদ্ধ থেমে গেছে;
শুধু, আমার ক্ষয়িষ্ণু দিগন্তে—
কৃষ্ণচূড়ার রক্তিম শেষ রাগটুকু লেগে আছে!

টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল : ০৭|০৪|২০২৩