তোমার কাছেই আত্মগোপন
মনের মধ্যে ভাঙন
যন্ত্রণা সব বুকের ভেতর
জমা নিরেট পাথর
রোদবৃষ্টিতে কালে কালে
হৃদয়ের রঙ বদলায়
ধূসর থেকে নীলে!
আগুনে পুড়ছি প্রতিদিন
কাছে থেকেও সঙ্গী-হীন
মানো, বা, না মানো
'ভালোবাসি' ...
বলোনি কক্ষনো!
21st January, 2020
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।