🍁
ঈশ্বর কোথায়? ঈশ্বরের খোঁজে
নিত্যদিনের খুচরো দিন থেকে বড়দিন
আজও ক্লান্তিহীন হেঁটে চলেছে মানুষ
এখনও ভোরের উঠোন থেকে ফুল তুলে এনে
ঈশ্বরের নামে নৈবেদ্য সাজায়, মন্ত্রোচ্চারণে
'বিশ্বাসে মিলায় কেষ্ট..' প্রবচনে বিশ্বাস রেখে
কুয়াশার অন্ধকারে কেউ কেউ শব্দ কুড়োয়
অনুভবে আম্রমুকুলের ঘ্রাণ, চোখের তারায়
স্নানের ঘাটের ছলাৎ জলে জীবনের তরঙ্গ
অন্তরের পালে কতক্ষণে লাগে একটু হাওয়া
অপেক্ষায় জেগে থাকে ধীর নৌকা
ধ্রুব-জীবনের আলোর শিকড় সন্ধানে
শান্ত কূলে শাশ্বত ফললাভের আশায়
যতটা অপেক্ষার পর শস্যবীজ থেকে
অঙ্কুরিত হয় গাছ, শুককীট থেকে প্রজাপতি
সেখানেই রোজ ভ্রূণ জন্মের ভিতর ঈশ্বর জাগেন।
🍁
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ২৯ ডিসেম্বর ২০২১