🍂
ফোনে ফোনে আলাপ থেকে প্রেমালাপ।
সান্ধ্যবাসরে শব্দরাজি নিয়ে সাজিয়ে গুছিয়ে
স্বতঃস্ফূর্ত এসেছিল সেদিনের কবিতার পংক্তিগুলি।
একটি চরণ থেকে পরের স্তবকে যাওয়ার পথে
এখন আনলিমিটেড স্পেস। ফাঁক ও ফাঁকির বিস্তার।
কবিতার গায়ে নিঃশব্দে কোথায় যেন ছেদচিহ্ন!
দীর্ঘ শূন্যস্থান। শুধু ঘড়ির কাঁটার নিঃশ্বাস প্রশ্বাস...
সন্ধি সমাস খুঁজে চলেছে প্রাত্যহিক ব্যাকরণ।
উপহার। গোলাপের তোড়া। ধুমধাড়াক্কা বিজ্ঞাপন।
'আই লাভ ইউ' লেখা গ্রিটিংস কার্ড। বিষণ্ন অতীত।
ধ্যানস্থ মননে বিশ্বাসে লুকোচুরি। বুকপকেটে ফুটো।
শস্য ফলে নি। টের পাই নি স্বাদ-গন্ধ, সহজিয়া গান।
কেঁদে কাঁদিয়েছে আমাকে। দহন। আগ্নেয়শিলায় ক্ষত।
পুরুষের পাথর বুক। চাপা দিয়ে রাখি গোপন অসুখ!
🍂
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ২১|১১|২০২৩