আমাদের গৃহযুদ্ধে কোনও রক্তপাত নেই
অথচ, তূণীরে সঞ্চিত আছে অস্ত্র নানাবিধ
অম্ল-মধুর কলহ, অভিযোগ, অভিমান যত
তারই মাঝে সাংসারিক দরকারি কিছু কথা
কিছু কর্তব্যবোধ, তার দায়বদ্ধতার রেশ
কখন দুপুর গড়িয়ে সন্ধ্যা পেরিয়ে যায়..
শপিংমলে মার্কেটিং কুকিজ, ক্যাডবেরি
আইসক্রিমে প্রশমিত তাপীয় নিরক্ষীয়
স্রোত..
চক্ররেল ঘুরে মরে শহরের এঁকে দেওয়া
বৃত্তে
যতদূর যেতে চায় যাক না,.. যেতে দিই
তাকে
সময়ের পায়ে পায়ে নদীর বয়স বাড়ে
শেষমেশ ঘুরেফিরে আসে আমার
হলুদ-পাখি
সীমানার ভিতর পিপাসার্ত পাথরের ঘাটে
মরা আঁচের একটা আয়েশি উত্তাপ আছে
তোমার পিঠের ঘনকালো খোলা চুল
খেলা করে আমার স্মৃতির রোদেলা উঠোনে
দেহের প্রতিটি রোমকূপে তখন বিস্ফোরণ
এভাবেই দিনযাপনের প্রতিটি যুদ্ধশেষের
রাতে
খুলে যায় হৃদয়পারে চোরা কুঠুরির দরজা!
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল : ১৪|১২|২০২১