চোরাটান

দীপক বেরা
.
আসন্ন সন্ধ্যার নির্বাক আকাশে
শেষ পরিক্রমা সেরে নিচ্ছে একটা পাখি
গোধূলির অস্তরাগে রাঙা তার চিকন পালক
আমার জৌলুসহীন কবিতার গা থেকে
বর্ষীয়ান উপজীব্যের নিস্তব্ধ নিঃসরণ
বেলাশেষের গড়ানে নেমে যায়..
তার পীড়িত শব্দরাজির ধূলিমলিন ক্লেশ ও
ক্লান্তির ভিতর তবু রয়ে গেছে কল্পনা-কুমুদ
স্মৃতির উপর আছড়ে পড়ে স্মৃতির প্রবাহ
নিসর্গের এই আলো-ছায়া, জল-স্থল
জীবন ও মৃত্যুর আবর্তে খসে পড়া সন্ধ্যায়
মর্মমূলে পৌঁছিবার ষড়রিপুর চোরাটানগুলি
আমার, —কেন যেন আজও ক্রিয়াশীল!

টালিগঞ্জ, কোলকাতা।
২৪|১২|২০২২