🍂
বিবেক বেচে চোখ কান নাক মুখ সব
অচিরে অদৃশ্য হলেই কুশল ঝরে যায় টুপটাপ
মিছরির ছুরির ডগায় শৈল্পিক নৃত্যরত মাছি
ভনভন মুখর সঙ্গীতে আয়ু গিলে খায় অবিরাম
অগত্যা স্ববিরোধীতার আধোনীল শিরা থেকে
তুলে নাও অবশিষ্ট কিছু ঘনীভূত জলীয় বাস্প
আর কান পেতে শোনো খুরের ধ্বনি ও হ্রেষা।
প্রতিবাদ, বিপ্লব, যুদ্ধ-বিগ্রহ প্রভৃতি শব্দ সব
বড়ই বেমানান আজ, সেকেলে সেন্টিমেন্টাল
ওসব ঋতুকালীন দাবদাহ, প্রচণ্ড গ্রীষ্মের মতো
অথবা শুধুই কুঁকড়ে যাওয়া অবিরত
প্রচণ্ড শীতের রাতে হিম হয়ে যাওয়া ক্ষত
ফুৎকারে নিভে গেছে পুজোর প্রাচীন প্রদীপ
আরক্তিম আভায় রাত্রির রঙ বদলে যায়
মোল্লা থেকে পুরুত, পাদ্রী থেকে শিশুর মুখ
সর্বতোভাবে এঁটে যায় ড্রেসিং লিউকোপ্লাস্টে।
লবঙ্গ ঘ্রাণে মিশে যাচ্ছে কোন সকালের
অজস্র বিকার আর বিষাদাকীর্ণ স্মৃতিচূর্ণ
শীতের পোর্টফোলিও জুড়ে অপারগ হাহাকার...
🍂
টালিগঞ্জ, কোলকাতা
রচনাকাল > ১৪ ডিসেম্বর ২০২৪