🍂
সেদিনের সেই কবিতা-সন্ধ্যায়
আমার চঞ্চল কবিতা এঁকে দিতে চেয়েছিলাম
অনন্ত ডালিমসুখে তোমার দেহের প্রতিটি পৃষ্ঠায়।
কিন্তু, তোমার ষোড়শীবাতাস সেদিন
আয়ুধ লিখেছিল আমার চোখের দাবানলে
বোঝাতে পারিনি, আমার নিঃশ্বাসে বারুদগন্ধ নেই!
প্রতিধ্বনিরা ফিরে ফিরে আসে একদিন...
জানি, তোমার অসমাপ্ত ভ্রমণ
ভ্রমণরেখাটি ধরে ধরা দেবে একদিন
মরচে পড়া মজ্জায় আমার অর্কিডের অলিন্দে।
আলোকবর্ষ ধরে তাক করে আছে
ক্যামেরার লেন্স ছুঁয়ে আমার শিকারি লোভী চোখ
মেঘেরা কীভাবে জয় করে দুর্লঙ্ঘ্য গিরিশিখর
আজ শিখেই ফিরব সেই দুরূহ পাঠ
শিখে নেব পাহাড়ের পাদদেশে ঝুম চাষে
রোদের ফসল তুলে আনার সব কৃৎকৌশল
সেইসঙ্গে তোমাকে শিখিয়ে দেব
আগুনও উজ্জ্বল আলো লিখতে জানে।
সেই আলোয় তোমার হৃদয়-কুঠুরিতে
তন্ন তন্ন করে খুঁজে নেব
তোমার সেদিনের সেই নিঃশব্দ মেয়েবেলা!

🍂
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ১০ জানুয়ারি ২০২২