🍁
একটা করে অস্তমিত দিন মিশে যাচ্ছে
নদীর মোহনায় ভাটার লোনাজলে।
চেতনার সবুজ পাতাগুলো ঝরে পড়ছে
পলাশ, শিমুল, কৃষ্ণচূড়ার ডাল থেকে
ছড়িয়ে পড়ছে উন্নাসিক ক্ষমতার ভাইরাস
আমাদের সহজ সরল হরিৎ মানসের
চেতনার আলো ম্লান করে দিতে।
নগরীর সূর্যাস্ত ঢাকা পড়ে যায় হাইরাইজ
টাওয়ারের তলে, ঘেরাও দিয়ে আড়াল করে
দেখা যায় না সূর্য, তার সহজাত ভঙ্গিমায়...
অট্টালিকার ব্যারিকেডে ধাক্কা খেতে খেতে
একদিন বিদ্রোহ করে, ঘোষণা করে তার
অন্তর্গত বিক্রমী তেজের আলোকিত সত্তার—
ছাত্র, দামাল কিশোর, তরুণ, অরুণ জাগলে
কে রুখবে স্ফুলিঙ্গ, আগুন, দাবানল
আন্দোলন, বিপ্লব, শক্তি—সর্বগ্রাসী শক্তিকে?

🍁
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ২০|০৭|২০২৪