🍂
ভোরে উঠে জানতে পারি তোর মৃত্যুসংবাদ! রক্তিম কবিতার খেরোখাতায়, এ যেন আমারই কবিতার নিষ্প্রাণ দেহ। বুক মোচড়ানো স্মৃতিবাস্প, বিষাদ-যন্ত্রণা। অন্তর্গত সংশয়, দুঃখপ্লাবন।
ফস্কে যাচ্ছে কত যে আয়ুষ্কাল প্রতিদিন, প্রতি পলে বিস্তৃত স্বপ্নভঙ্গ দিয়ে। অবিন্যস্ত বাসি চুল নিয়ে পড়ে থাকে নারীত্বের অভিমান আর অস্ফুট কিছু জিজ্ঞাসা (?)
সহজ পংক্তিগুলি — ঝাপসা — এলোমেলো।
দৃশ্যপট থেকে সরে যাওয়া মৃত্যুদ্যোতনা অথবা নিষ্ক্রান্ত জীবনের পথরেখা, গুঢ়ার্থবাহী কবিতার সমাদরে এক ভিন্নতর তাৎপর্য খুঁজে ফেরে।
🍂
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ০৩ সেপ্টেম্বর, ২০২৪