মেঘের বুঝি,
করলো হঠাৎ মনখারাপ!
এতো কিছুর পরেও আবার...
জানা নেই বুঝি সঠিক পরিমাপ?
মনখারাপ এতো করতে নেই
আমরা যে ভেসে যাই
আম্ফান্ উড়িয়ে নিয়েছে সব
মাথার ওপরে ছাদ নাই।
দায়বদ্ধতার মাথা খেয়ে
অবিরাম নির্ঝর ঝরে যাও..
জীবনের গল্পেরা যে অপেক্ষায়
ও মেঘ বুড়ি, একটু দাঁড়াও।
কবিতার অক্ষর, শব্দেরা অসহায়
শুধু ভিজে ভিজে ধুয়ে যায়..
আমার ভালোবাসার অবলম্বন
মুঠো খুলে বেরিয়ে যায়..!
মানবতার মুখ ঢাকা মুখোশে
চুমুর স্বরলিপি থেমে যায়..
মেঘের বুঝি,
করলো হঠাৎ মনখারাপ!
প্রতিবেশীর এমন মনখারাপে
আমাদেরও কি ভালো থাকা যায়?
এভাবেই এক মনখারাপ,
আর এক মনখারাপে যে বর্তায়...!
1st June, 2020
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।