🍁
আজ নববর্ষের ভোরে—
ইথার তরঙ্গে ভেসে আসে এক করুণ সুর
আঘাত করে আমাদের সমস্ত চেতনার মর্মমূলে
বুঝিয়ে দিচ্ছে মনুষ্য জীবনের মাহাত্ম্য
এক কঠিন আবেদনে
মানুষ যদি মানুষেরই খাদ্য কিংবা খাদক হয়ে ওঠে?
পক্ষে কিংবা বিপক্ষে অনায়াসে ভাগ হয়ে যায়
যে যার সুবিধে মতন
ন্যায়-নৈতিকতা, মনুষ্যত্ব, মূল্যবোধ, সততা
তখন কি কেবলই উপলক্ষ্য মাত্র!
কেড়ে নিতে নিতে আমি হয়েছি আজ রাজা
একচ্ছত্র নিভৃতচারী এক শাসক
নববর্ষের ভোরের আলো এসে পড়েছে
আমার প্রিয় বইপত্রে, প্রিয় কলম, সাজানো বাগানে
রাজ্য ও রাজদণ্ডে, আমার সোনার সিংহাসনে
সেই আলো প্রতিফলিত হয়ে আমার চোখে পড়ছে
আমার দুচোখ ঝলসে দিচ্ছে, আমাকে ব্যঙ্গ করছে
কেড়ে নিতে নিতে এই মগের মুলুক রাজ্যে
একদিন আমিও যদি হরণ হয়ে যাই?
ভাবতে ভাবতে একটি লাশবাহী গাড়ি ছুটে গেল
নববর্ষের দিনেও শ্মশানে মৃতদেহের কী লম্বা লাইন!
নিঃশ্বাসে নিঃশ্বাসে আমাদেরও পথচলা
এভাবেই নিঃশেষ হবে একদিন
ভবিতব্য এঁকে যায় সময়ের দীর্ঘ চাতাল...
রাজা যদি হতেই হয়, তবে এই নববর্ষের দিনে
এসো সবাই মিলে আজ রাজ-ভিখারি হই, পরমানন্দে!

🍁
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > পয়লা বৈশাখ, বাংলা নববর্ষ, ১৪৩১