আমার শরীর বেয়ে মনের ওঠা-নামা
এক অহল্যা জাগে পাথরকঠিন বুক চিরে
মন ও পাথরের সংঘর্ষে আগুন ঝরে
রাতগভীরে এক উজ্জ্বল আগুনআলাের উদ্ভাস
আমাকে ভাসিয়ে নিয়ে যায় আলাের দুর্নিবার স্রোতে
গােপনে গােলাপ ফোটে, ঠিক নিশিপদ্মের মত
শরীর জুড়ে হতােদ্যম সূর্যটা আবার জাগে পূর্বরাগে
শরীর-মন পাথরবুকে গােলাপ-পরাগ মাখে!


17th November, 2020
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।