🍂
পাশে কেউ নেই, পড়ে আছে শুধু নিঃসঙ্গতা!
পাশে সত্যিই কি কারুর থাকার কথা ছিল?
কচু-পাতার জল যতই ক্ষণস্থায়ী হোক না কেন
সে যতটা তুড়ি মেরে জলকে গোলাকার করতে পারে,
কুমড়ো-পাতা মোটেই সেটা পারে না।
তবে কি কচু-পাতা, —জলের যন্ত্রণা বোঝে?
এইসব উল্টো-পাল্টা কথা ভাবতে ভাবতে
বন্ধুর কথা মনে পড়ে।
বন্ধু আমার ভীষণ প্রিয়, কিন্তু..
কিন্তু তার আগে,
'ব' - 'ন' - 'ধু' -এর মাঝের অংশের
পরিবর্তনশীল বিস্তারগুলি জেনে নেওয়া দরকার।
তার জন্য তুলে নিতে হবে নিদেনপক্ষে একটা আতসকাচ,
অথবা, আর একটু 'অ্যাক্যুরেসি' চাইলে
তুলে নিতে হবে অঙ্কের খাতা, কষতে হবে—
derivative of d/dx (বন্ধু x)...
এরই মাঝে লুকিয়ে আছে,
'ব' এর সাথে 'ন' এর কতটা ব-দ্বীপ দূরত্ব;
আর, 'ন' এর সাথে 'ধ' এর কতটা ধু-ধু বিস্তার...
তবেই জানা যাবে,
ব্র্যান্ডেড হাতুড়ি মার্কা 'বন্ধু x' এর সম্পর্কের আসল রহস্য!
আর, এই রহস্য উদ্ঘাটন হলেই —
সম্পর্কহীন নিঃসঙ্গতা নিয়ে কারুর উদ্বেগ থাকার কথা নয়।
🍂
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ২২|০৬|২০২২