🍁
তুমি তো নও শুধু কবি
তুমি চির-সংগ্রামী, বিদ্রোহী চেতনা অবিনাশী
এক হাতে অগ্নিবীণা, অন্য হাতে বিষের বাঁশি
কলমের প্রতিটি অক্ষর সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা
ঝরেছে রক্ত-লেখা, জ্বলেছে দ্রোহের আগুন
গর্জে উঠেছে শিঙ্গা, উদ্যত খড়গ-কৃপাণ
তুমি শোষণ, অপশাসন পরাধীনতার বিরুদ্ধে
কারার লৌহ-কপাট ভাঙা এক প্রলয় বিষাণ
কন্ঠে তোমার অশান্ত হৃদয়ের বিদ্রোহী সুর-মূর্ছনা
সাম্প্রদায়িক অসহিষ্ণুতায় গেয়েছ সাম্যের গান
বেঁধেছ এক রক্ত বুকের তলে এক সে নাড়ির টানে
প্রেম পড়েছে মনে নীপ-বালিকার ভীরু-শিহরণে।
সাহিত্যের চিরকালীন নান্দনিকতার আঙিনায়
ছক-ভাঙা স্বতন্ত্র উচ্চকিত বলিষ্ঠ উচ্চারণের
এক ধূমকেতুর নাম, 'কাজী নজরুল ইসলাম'
আজ, ফুলের জলসায় নীরব কবি কে জানাই
অন্তরের গভীর শ্রদ্ধা ও শতকোটি বিনম্র প্রণাম!
(কাজী নজরুল ইসলাম-এর জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য)
🍁
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ২৪|০৫|২০২২