🎊
সে-ই কি রাধা?
যে স্বপ্নে বিভোর, তোমাকে পাই
আলো-আঁধারি সাজে
কাঁদে ও কাঁদায়, হয় তো সে বৃথা
তবু রোজ চেয়ে থাকা
যে বেয়াড়া খেলায় পোষ মানে হৃদয়
ভেসে যাই স্রোতে
কূল নাই, কিনারা নাই
পতঙ্গের ডানা নিয়ে জ্বলে পুড়ে যাই
সে-ও কি রাধা!

কোনও কাজে মন নেই
সময়ের কাছে বসে থাকি একা
আসা-যাওয়ার মাঝের দৃশ্য দেখি—
একপ্রান্তে শ্যাম, বাঁশরি বাজায় শুধু
অন্যপ্রান্তে — মরমী রাধা
মেঘ-ঝড়-জল অতীতের উপকথা
মাঝপথে জমে থাকা রক্তপাত
স্মৃতির নিঃসঙ্গ ছায়ার দীর্ঘশ্বাস
নগরকীর্তন হয়ে বাজে..

বেলা বাড়ে, ভোরের শিশির শুকায়
মুছে যায় ইস্তাহার
রাধানামগানে প্রেমেতেই মার...

🎊
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ১১|১০|২০২৩