পুজো মানেই
শরৎ আকাশে সাদা মেঘের ভেলা
পুজো মানেই
মাঠে ঘাটে কাশ ফুলের মেলা।
পুজো মানেই
শিশির ভোরে শিউলি ফুলের গন্ধ
পুজো মানেই
ঘরে ঘরে ধূপ আর ধূনোর সুগন্ধ।
পুজো মানেই
ঢাকের বাদ্যি, বাজনা বাজায় ঢাকী
পুজো মানেই
কাউন্ট ডাউন, আর ক'টা দিন বাকি?
পুজো মানেই
কেনাকাটা নতুন নতুন পোষাক জামা
পুজো মানেই
থিম-সাবেকিয়ানার পুজো-পরিক্রমা।
পুজো মানেই
দশভুজা দুর্গা মা আসবে সপরিবারে
পুজো মানেই
হরেক ঠাকুর দেখা মন্ডপ ঘুরে ঘুরে।
পুজো মানেই
এই ধরাধামে বাজে আগমনীর সুর
পুজো মানেই
মনের অসুর নিধনে হোক তমসা দূর।
6th October,2019
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।