কিছু প্রকাশ বা সাক্ষাতের স্পর্শ
হৃদয়ে কুসুম তোলে।
আকাশের বুকে কিছু অনুজ্জ্বল তারা
নিজের মধ্যেই মিটিমিটি জ্বলে।
যা-কিছু ব্যক্ত, প্রকাশিত, —সেখানে
নিজের সবটাই কি উজাড় করে সবাই?
পূর্ণিমার চাঁদ আলো ঝলকায়
টের পাই তার আদিম অনুপ্রভার জাগরণ!
অথচ, এই মহাবিশ্বের
কতকিছুই যে লুকানো আছে
অপ্রকাশিত, অব্যক্ত আছে
জাগতিক দৃশ্যের বাইরে, অজানার ওপারে..
বিস্ময় জাগে মনে অগণন!

প্রকাশিত আলোর ভিতরেও থাকে
কিছু অপ্রকাশিত অন্ধকার!
আমাদের কাছে, —তা কতটা অপর
আর, তার নিজের কাছে
সেটা কতটা অতলান্ত গভীর!
কে তার খবর রাখে?


টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল : ০৫|০৩|২০২২