এই প্রগতিশীল দেশে অভাবের চোরাস্রোত
গোলমাল সমস্ত হিসেব, কিছুতেই মেটে না ঋণ তার
উপদ্রুত নদীমাতৃকার প্রতিটি গতিপথে অন্তর্ঘাত
চারধারে বেনোজল, সাঁতরাতে গিয়ে সহজে পারি না
উজান ঠেলে ঠেলে ক্রমশ পিছিয়ে পড়ছি যত,
সেনাপতি বলে, "ওহে, শোনো,— এগিয়ে চলেছে দেশ!"
মিথ্যাবরণ মেঘ সাজিয়ে হাজির করে রঙিন জলসা
কত নবাবি রোদ গিলে খেয়েছে বাগানবাড়ি
সহস্র ঘোড়ার খুর একটিও ঘাসের চিহ্ন রাখে নি
কবরের উপর, শ্মশানের প্রান্তরে..
পড়ন্ত দুপুরে ধীরে ধীরে বাদামি বিকেল নামে
জেগে থাকার থেকে, বরং ওরা বিকল্প রাস্তা দেখায়
আধো আধো ঘুমচোখে ছায়া ছায়া স্বপ্ন দেখায়
সে ছায়ার দৈর্ঘ্য মিশে যায় ক্রমে মহাশূন্যের দিকে
আজও ছায়া পড়ে তার দীর্ঘতম, যেন জীবন্ত অশরীরী!
ক্ষমতায়নের সিলেবাসে বিশ্বায়নের উষ্ণ হাতছানি
টপাটপ গিলছি বেশ, প্রগতিশীল স্বপ্নের গুলি..
প্রচন্ড ঘূর্ণি, তীব্র টালমাটাল, ভেঙে ভেঙে গুঁড়িয়ে যাই—
নিষ্ঠুর আঘাতের নিচে, তবু নিপুণ হাতের ছোঁয়ায়
কুয়োর ব্যাঙ ক্রমাগত স্বপ্ন দেখে যাই কুয়োর ভিতর..