(আজ প্রিয় কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি) :

🪔
তুমি চলে গেছ, আজ বেশ কিছুদিন...
তোমার শেষযাত্রার শেষে ফেলে গেছ যে পদচিহ্ন—
ওখানেই আমার প্রণতি।

খুব ভোরে শোকাহত, বিষণ্ণ তোমার বাংলা
আজ রক্তিম আমার কবিতার খাতা
পড়ে আছে রিক্ততায় শরীর কাঠামো নিয়ে
বাঁশ, খড়, কাঠ, যত্রতত্র এলোমেলো কাপড়
এ যেন কবিতারই নিষ্প্রাণ দেহ।

তোমার একদিন কিছুই মনে পড়েনি
শুধু বলেছিলে—
"এ কীরকম ভাবে বেঁচে আছি"...?
তোমার পূজা ও নারী-হত্যার ভিতরে
সেদিন বেজে উঠেছিল সাইরেন..., আজ
তোমার নীরার স্মৃতিচিহ্ন যত, গুম হয়ে যায়
আড়ালে আবডালে, মিশে যায় দিকচক্রবালে।

বাসি চুল বাঁধতে বাঁধতে নীরার দুঃখ-অভিমান
চিতাকাঠ হয়ে জ্বলে পুড়ে গেছে শ্মশানে নির্জনে।
শুধু একটা মৃত্যু, — মশাল জ্বেলে দিয়ে গেছে
এ শহরের অগণিত নীরার জার্নাল ছিঁড়ে
তাদের নির্ভিক রাতদখলে, মিছিলের পায়ে পায়ে।
তোমার নীরারা হারিয়ে যায় না...
তাই এখন—
"নিজের চোখ দুটোও মনে হয় একপলক সত্যি চোখ
এরকম সত্য
পৃথিবীতে খুব বেশি নেই আর"।

🪔
*(সংরক্ষিত)
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ০৭ সেপ্টেম্বর, ২০২৪