এত কাছাকাছি থাকি, অথচ—
তোমার বিশ্বাস রেখেছ বহু দূরে
গানের ভিতর মাঝে মাঝে বিচ্ছেদ ঘটে সুরে
অসমাপ্ত কথার মাঝে ঝুলে থাকে
ডট ডট.. কেমন যেন 'উহ্য' চিহ্নের মতো
সাময়িক থেমে থাকি, যাত্রা বিরতি এখন
'লাল' থেকে 'সবুজ' সংকেত আদৌ
হবে কিনা জানা নেই..
তুমি মাঝে মাঝে হাত ধুতে ব্যস্ত
ধুয়ে মুছে ফেলতে চাইছ পুরনো সব দাগ
ভেবেছ জীবনের আবর্জনা এসব
হাতে তোমার স্বীকারোক্তির
আনকোরা নতুন, 'ব্র্যান্ডেড স্যানিটাইজার'!
.
ক্রান্তিকাল আমাদের শেখালো অনেক
পৃথিবীটা বদলে যাচ্ছে এবার—
শুধু তার কঠোর প্রস্তুতি চলছে এখন!
.
টালিগঞ্জ, কোলকাতা।
২৬|০৮|২০২২