১লা বৈশাখ, পয়লা বৈশাখ, নাকি একলা বৈশাখ?
হ্যাঁ, একলা বৈশাখ, সে চলমান, থামা নেই তার
বছরের পর বছর সে হেঁটে চলেছে, অন্তহীন..
আমরাও হেঁটে চলেছি আজ ঘৃণা, আর
অসততার জমির উপর ধর্মীয় বিভাজনের
জান্তব উল্লাসের ভিতর দিয়ে
অহং, অশালীন, আঘাতের সর্বজনীন
ভাষার ভিতর দিয়ে।
এরই মধ্যে একলা বৈশাখ ঘুরে ফিরে আসে
তখন জ্ঞানের ক্ষীণ রশ্মিরেখা ধরে অতি ধীরে
গড়ে ওঠা কোনও উপলব্ধির হীরকদ্যুতির আলো
আর নিরন্তর বেদনার অন্তর্নিহিত কোনো আনন্দবোধ
আমাদের তাড়িয়ে নিয়ে বেড়ায়।
তাই একলা বৈশাখের সাথে আমরাও
একলা হেঁটে চলেছি
খুঁজে চলেছি আমাদের অর্জিত শেষ সম্পদের আশায়
হয়তো প্রায়শ্চিত্তের পথে
আমাদের বেঁধে দেওয়া বৃত্তের সম্পূর্ণতার
লক্ষ্যে..!
🍁
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ১লা বৈশাখ, ১৪৩০