🍂
দুজনে এসেছিলাম ডালে ডালে ভ্রমণে
আজ গাজনের বাজনায় কাঁপে পাখিপালক
জাগিয়ে রেখেছ গোপনে একটা ঠাণ্ডা লড়াই
সুগভীর পলিটিক্সে নিজেকে লুকিয়ে রাখতে
তোমাকে দেখিনি কখনো, কিন্তু আজ আছ
তোমার রন্ধনপ্রনালী ছেড়ে এখন আমার
বেরিয়ে আসার সময় সমাগত, হয়তো
নীরব এই ভাবনাটি আর এক উষ্ণ পলিটিক্স
'আশ্রিত' ও 'আশ্রয়দাতা' শব্দ দুটি বিপরীতার্থক
স্বভাবতই 'আশ্রয়' শব্দটিও তীব্র রাজনৈতিক
আসবে— থাকা, না-থাকার গভীর প্রশ্নটি
পরের দৃশ্যে যে যার মতো উড়ছি বাতাসে
উড়তে উড়তে পার হয়ে গেছি শোক সাগর
কিংবা অশোক নদী, গোটা একটা মৌর্য শাসন...

🍂
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ২৮ জানুয়ারি ২০২৫