পলাশের অভিসার লিখো বরং—
অনেক দূরে অপেক্ষায় বংশীবদন
মৃদু হাসিতে উড়ে যায় পরকীয়া মেঘ
ফুলে ফুলে হলুদপাখা প্রজাপতি মন
স্পর্শ-অনুরাগ মাখে ভালোবাসা রঙ
আজ আর নও তুমি নির্জীব কারিগর
পলাশের অভিসারে উল্কা নামাও
গভীর ধ্যানে সংগোপনে
ফাগুনের আগুন স্পর্শ করে হৃদয়সাগর
উজান স্রোতে হরিণ ছোটে গোপন বনে
আটপৌরে জীবনের শরীরখোসা সরিয়ে
বিষাদবাড়িতে মাদুর পেতে বসি
মধ্যজলের পদ্য লিখি
কবিতা লেখায় হয়তো জীবনানন্দ নই
তবু আছে কোরা কাগজ, রঙ-তুলি
কলমের বুকের গভীরে ছলকে ওঠা কালি
অন্ধকার থেকে তীরবেগে ছুটে আসা রোদ
চেতনা ঘিরে অবিসংবাদী বোধ, আর
ছড়ানো ছেটানো বীজ,.. সম্ভাবনাময়!
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল : ১৩|০৩|২০২১