ফিরে তাকাও,
একবার আমার দিকে
আমার চোখের দিকে
তারপর যেও চলে সুখ মেখে
অন্য কারুর বুকে মাথা রেখে!
ফিরে তাকাও,
ভালোবাসার এই শহরে
নির্জন দুপুরে গঙ্গার পারে
কিছু গল্প আছে নীরব অক্ষরে
আজ আমার অতৃপ্ত হৃদয় জুড়ে!
ফিরে তাকাও,
একবার আঁচলের ফাঁকে
দুঃসাহসী প্রেমের ডাকে
অঝোরে বৃষ্টি নামুক শ্রাবণের বুকে
আলিঙ্গনে এসো ভিজে যাই চিরসুখে ...
কথা দিলাম, ... সংযত আমি আগের থেকে!
1st August, 2019
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।