.
কত শতাব্দীর জনজাতি প্রবাহ…
এই যে দ্রাবিড় ঢেউ, আর্য-অনার্য বাতাস
শাল সেগুন মহুয়া, পর্ণমোচী পাইন
পৃথিবীর জল হাওয়ায় বেড়ে ওঠা সবুজ
তার পাশে বিস্তৃত হিমালয়, তরাই
বৌদ্ধিক উপাসনা, ‘অমৃতস্য পুত্রাঃ’
কঠিন কঠোর তপস্যা, নির্বাণ লাভ
পড়ে আছে সুজাতার পায়েসের শূন্য থালা
সম্রাট অশোকের রক্তক্ষয়ী সংগ্রাম ও শোক
পড়ে আছে পতঙ্গের ডানা ভাঙা দেহাবশেষ
সেখানেই মহাপুরুষের মহাপ্রাণধ্বনি, দীর্ঘ ছায়া
সেখানেই একফোঁটা বিশ্রাম রেখে গেছে কেউ
নূপুরহীন পায়ের নিথর বিশ্রাম ফেলে গেছে কেউ!
.
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল : ১১|১০|২০২২