আমার বড়ো সাধের স্বপ্নময় স্বপ্নগুলো
রংবাহারি রংধনুর মতো স্বপ্ন দেখায়....
আবার মিলিয়ে যায় দূর দিগন্তের সীমানায়
প্রতিদিনের কঠিন কঠোর বাস্তবতার রোজনামচায়।
আমি বুড়ো মাকড়সার মতো প্রগাঢ় ধৈর্য নিয়ে
বুনে যাই স্বপ্নের জাল গভীর গোপন নীরবতায়।

ঘুমের ভিতর আমার দুরন্ত যৌবনের
দুর্নিবার খামখেয়ালি পাগলা ঘোড়া
ছুটে বেড়ায় দিগ্বিদিক অন্তহীন ধৈর্যহীন
যেন পাগলপারা লাগামছাড়া বল্গাহীন!
সাধ্যের সীমানায়,.... কখনোবা পেরিয়ে যায়
অবলীলায় সীমানার কাঁটাতার, মানেনা আইন।

বার্ধক্যে সায়টিকা রোগী হয়ে যন্ত্রণায় মরে মরে
উপভোগ করি শক্ত বিছানা, কোমরের ব্যথা।
তবুও মরে মরে বাঁচার আনন্দে হাসি অট্টহাসি
গান গেয়ে উঠি কী অসীম ধৈর্যের উল্লাস গাথা!

পড়ে পড়ে দিই শীতঘুম, আবার স্বপ্ন দেখা
আবার স্বপ্ন আর দুঃস্বপ্নের আসা যাওয়া।
মহাপ্রস্থানের পথপানে চেয়ে চেয়ে গান গাওয়া -
"হরি দিনতো গেলো সন্ধ্যা হলো
পার করো আমারে"...

অবশেষে,.....
শেষতম মুহূর্তটির জন্যও নেইযে নিষ্কৃতি পাওয়া
দাঁতে দাঁত চেপে শুধুই নিরলস ধৈর্য ধরে যাওয়া!!

31st August, 2018
কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র উপনগরী।