উত্তুরে হিমেল হাওয়ার সাথে
এবার কোলকাতায় এসেছে ভোট উৎসব
দৃশ্যপট তাই বদলে যাচ্ছে দ্রুত
ধেয়ে আসা বাতাসে খড়কুটোর মত
অলিখিত বার্তা ছড়িয়ে পড়ছে দিকে দিকে
হোর্ডিং, বিজ্ঞাপনে প্রতিশ্রুতির মূলো ঝুলছে
ঝরে পড়ছে লোভ-লালসা, কতকিছু..
মৃত্যুভয়ও ডানা ঝাপটায় মাথার ওপর
প্রতিটি উৎসবে মানুষ অন্ধকার হাতড়ে
খোঁজে উদ্ভাসিত আলোর কণা, অথচ
প্রতিবারই অলীক বিভ্রম লুটায় ধূলিতে!
ঘটমান বর্তমানের রাজনীতির পাশে
ধাতব আর রাসায়নিক উত্তেজনা
প্রচন্ড উদ্দীপনায় কোমর বাঁধে কোন্দল প্রক্রিয়া
ফাটে দু'চারটে পটকা, রাস্তায় না-ফাটা বোমা
লোকাল পুলিশ নিষ্ক্রিয়, তাই
যৌগিকক্রিয়ারা সক্রিয় অংশ নেয়
আসন্ন নির্বাচনের অলিগলিতে।
মানুষের শিরদাঁড়া বরাবর বয়ে যায়
অদ্ভুত এক শীতল শিথিল পঙ্গুক্রিয়া!

বিক্রিয়া, প্রতিক্রিয়ার লেশমাত্র নেই---
স্যানিটাইজারে হাত ধুয়ে আমরা সবাই কেমন
চুপচাপ চরম নির্লিপ্ততার মুখোশ পরে নিই,
মানুষের স্বকীয় ধর্ম ভুলে!

টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল : ০৪|০১|২০২২