লতারা বড় হয়, অবলম্বন চায়
আশেপাশে শক্ত গাছ পেলে জড়িয়ে ধরে
কী এক সুদূরপ্রসারী সম্ভাবনায় আঁকড়ে ধরে
আষ্টেপৃষ্ঠে ভালোবাসে, ওরা ঘর বাঁধে
গাছের সাথে তার সম্পর্ক হয়, সংসার হয়
গাছেরা ফুল দেয়, ফল দেয়, ছায়া দেয়।
গাছেদের এ-এক আশ্চর্য বোঝাপড়া!

আমাদের বোঝাপড়া নেই
তাই বিচ্ছেদ-বিচ্চুতি, পরকীয়ায় ভেসে যাই..
পরকীয়া সম্ভোগে এক ডিগ্রি জ্বর বাড়ে
দৈহিক উষ্ণায়ণে ফারেনহাইট জ্বর বাড়ে
সেলসিয়াসে বাড়ে উত্তেজনার পারদ।
হুইস্কির মত্ততার উল্লাসে নেশাতুর শরীর
খুঁজে নেয় পরকীয়া চাঁদের অনাবৃত আশ্রয়
খুলে যায় নিয়ন্ত্রণ, সংযমের যত অন্তর্বাস
রাত্রি গভীর হলে, ঘর-ভর্তি অন্ধকারে
ভেসে যায় আত্মদর্শনের ভেজা আর্তনাদ!
নীল নির্জনে তখন সন্মোহনের প্লাবিত অর্গাজম
ইন্দ্রিয়-বিলাসী@প্রেম.কম
বিচ্ছুরক প্রিজম-পৃষ্ঠে বোধের আলোর প্রতিসরণ
আত্মস্বর দূরে দৃশ্যান্তরে চলে যায়, চির পলাতক!

🍂
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ২৭|০৬|২০২২