🍁
পুরো বাড়িটা ভরে ছিল গানে
তেমন গান গাইতে পারলে নাকি
বৃষ্টি পড়ে, নদী হয়, ভেলা ভাসে...
বৃষ্টিজল নাই ঝরুক, কার চোখের কোণে
জমে ওঠে জল আঁচলের নিবিড় নির্জনে
রোদনে তির তির বয়ে যায় অশ্রুনদী
দুঃখের পাখিগুলো গান গাইছে কোরাসে
মনে পড়ে তারও বুকে সুর ছিল, গান ছিল
স্রোত ছিল, একটা নদী ছিল...!

🍁
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ০৪|০৬|২০২৪