#লিমেরিক
ওগো বৃষ্টি রানি, তোমাকে আকাশ মাঝে খুঁজি
হৃদয় ভেঙে ভেঙে যায়, তবু হৃদয় দিয়ে যুঝি
তুমি আমার স্বপ্নের সুন্দরী
পরণে তোমার মেঘের শাড়ি
যতোই খুঁজি, জেনেছি আজ, মেঘ যে তোমার পুঁজি!
12th September, 2019
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।