হে রবীন্দ্রনাথ,
আমার প্রাণের নাথ
জানি, নেই তুমি এ ধরায়
তবু, আছো তুমি নিরন্তর...
আমাদের জীবনের প্রাত্যহিকতায়
শিশুপাঠ্যে,... গল্পে গানে কবিতায়
আছো স্বদেশ প্রেমের জাতীয়তায়
বিশ্ব-ভ্রাতৃত্বের আন্তর্জাতিকতায়।
তুমি চলে গেছো,
সময় বদলে গেছে...
বদলে গেছে তোমার স্বদেশ, মানচিত্র।
বদলে যাওয়া পটভূমিতে হিংসা-হনন
রাজনীতির মদমত্ত সন্ত্রাস,.. দুর্বৃত্তায়ন
লোভ-লালসার লম্বা লকলকে জিভ
দুমড়ে মুচড়ে গেছে জীবনের অবয়ব।
ভেসে চলেছি প্রখর জীবনস্রোতে...
তবু, হৃদয়ের অন্তস্থলে আঁকড়ে ধরে আছি
তোমার গীতবিতান,... গীতাঞ্জলি-ছিন্নপত্র।
আজ, পৃথিবীর বড়ো দুঃসময়,
বিষ-বাষ্পে বিপন্ন পৃথিবী এক মৃত্যু-উপত্যকা!
আজ, "পঁচিশে বৈশাখে",
তোমার স্মৃতিচারণায়...
নিদারুণ বিষাদ যন্ত্রণায়,... হু হু কান্নায়...
দেখি, তোমার প্রতিকৃতি শুধুই ফুল-মালায়
অনিবার্যভাবে চরম উপেক্ষায় দাঁড়িয়ে একা!
হতভাগ্য প্রাণে বুকের গভীরতম প্রদেশে
উৎসারিত হয়,
"আমার সুরগুলি পায় চরণ,
আমি পাইনে তোমারে", ...
আজ, সঙ্কটকালে মহামারি মন্বন্তরে -
"দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ও পারে"...!
8th মে, 2020
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।