🍁
অমাবস্যার নিশুতি রাতে
নরপিশাচ হায়নার হুড়োহুড়ি
ধস্তাধস্তি, বোবাকান্না, গোঙানি
আর্তনাদ! লালসার শিকার
গাছের ডালে জড়িয়ে আছে
রক্তমাখা শাড়ি!

ব্যভিচারের প্রবল স্রোতে
বুক কাঁপে থরথর
ঝোপের মধ্যে পড়ে থাকে
ক্ষতবিক্ষত নারীর লাশ, নিথর।

দূরে উড়ছে দলীয় নিশান
দূষিত বাতাসে
মুণ্ডুকাটা ধড়, খালের জলে ভাসে
তখনো তাজা রক্ত, বিভৎস!
নেপথ্যের কারিগর দূর থেকে
ক্রূর হাসি হাসে।

সাক্ষী থাকে আকাশের
যত তারা, নীহারিকা
কালপুরুষ বা সপ্তর্ষিমণ্ডল
বাকি যারা, তারা অসহায়
মুখেতে কুলুপ। চাপা সন্ত্রাস!
চুপচাপ চারপাশ
থমথমে পরিমণ্ডল।

বিভীষিকা রাত শেষে ভোর হয়
আবার একটা সকাল
পূর্ব দিগন্তে সূর্য্য ওঠে লাল
তাজা রক্তের লাল!

🍁
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ১৩|০৬|২০১৭