🇮🇳
স্বাধীনতার শপথ নিয়ে
আগুন শর্তে রক্ত চাই
শতাব্দীকাল পেরিয়ে গিয়ে
জ্বলছে সেই আগুনটাই।

অগ্নিময় পুরুষ অশ্বারোহী
আজাদ হিন্দ্ ফৌজ নেতাজি
বলছে— 'মাভৈঃ জাগৃহি'
দেশের জন্যে মরতে রাজি।

ঘর ছেড়ে পাশ্চাত্যের পথে
ছদ্মনাম নিয়ে ছদ্মবেশে
মুক্তির অবিচলিত শপথে
স্বাধীন সরকার প্রথম দেশে।

পাঁজরে পাঁজরে বর্ণমালা
নিজ অধিকার বুঝে নিতে
'দিল্লি চলো'.. এগিয়ে চলা
আগ্নেয়স্পর্ধা ঈশানে-নৈঋতে।

জাতি-ধর্ম মিলিয়ে দিলেন
একটি মাত্র পতাকাতলে
ভারতবাসী দেখেছিলেন
সে ইতিহাস কীভাবে ভোলে?

মূর্তি কিংবা ট্যাবলো নয়
অন্তরে থাকুক ভাবধারা
বীরসেনানী কি গুমনামি হয়?
নেতাজি সুভাষ ধ্রুবতারা!

🇮🇳
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ০৫ জানুয়ারি, ২০২৪