🍁

সমুদ্রের ঢেউ শুধু ভেঙে ভেঙে যায়
মিশে যায় জলে, জলময় জলমগ্ন একাকার
হৃদয়ে যত ঢেউ উঠেছে, আলিঙ্গন করেছি
সব ভেঙে ভেঙে চুরমার, হারিয়ে গিয়েছে শুধু..
ঝিনুকের বুকে সহজেই আশ্রয় নেয় বালি
আসলে, মুক্তো হয়ে ওঠা খুব সহজ কথা নয়
মায়ার বুদবুদ হয়ে ভিজিয়ে যায়, লোভী করে দেয়।
অবশেষে,
দারুচিনি দ্বীপে বাস্তব বিলাসী শেষ কুয়াশার
বুনোফুল হয়ে জলপাই রঙ মেখে নীলকণ্ঠি হই।

🍁
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ২০|০৩|২০২৩