রাজেশের আন্দোলন, দুর্বার ছাত্র আন্দোলন
অন্যায় কার জানিনা, মরেছে তাজা ছাত্রপ্রাণ!
ঘুমন্ত রক্ত জাগে, টগবগিয়ে ছোটে প্রাণপণ
শিরায় উপ-শিরায় আনে জোয়ার, রক্তপ্লাবন।।
ছাত্র আন্দোলন মানে বিবেকের জাগরণ
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী বিস্ফোরণ।।
যুগে যুগে গায় দাবির গান
পাঁজরে পাঁজর ঘষে
জ্বেলে দিয়ে যায়
লেলিহান আগুন অনির্বাণ।।
ওরা অনন্ত পথ মাটিতে আকাশে
কখনো জলের ওপর ভাসে।
ডাক দিয়ে যায় বুকের ভেতর
নগরে দেশ থেকে ভিনদেশে।।
একরোখা হয়ে আগুনেরা বুঝে নেয় অধিকার
আগুন ছড়িয়ে চারদিক করে দেবে ছারখার!
অলস ঘুম ভেঙ্গে জেগে ওঠো এখনো ছাত্রপ্রাণ
যারা আছো জড় ক্লীব হয়ে আজও নির্বিকার!!
একটা নয়, হাজারো রাজেশ জন্মাবে
বুক পেতে নেবে গুলি বোমা বুলেট।
পুলিশরা করে যায় শাসকের দাসত্ব
চিরকাল থেকে যাবে বোবা নিরেট।।
ওরা ছাত্রপ্রাণ, ওড়াবে নিশান অপ্রতিরোধ্য
রণদামামা বাজে রক্ত শিরায় ধমনিতে।
ওরা বীর, হৃদয়ে ওদের এ যুদ্ধ চলমান
বুনে যায় মহামণ্ত্র বীজ একাকী অতর্কিতে।।
জন্ম নেবে হাজার হাজার লাখো রাজেশ
সম্মিলিত সংগ্রামে থাকে ওরা উন্নত শির।
আর হীরক দেশের মহারাজা মহারানিরা
অবাক বিস্ময়ে চেয়ে রবে অপলক স্থির।।
আদর্শে খাড়া হয়ে শিরদাঁড়া সোজা রেখে
যুগে যুগে আসো, তোমরা যে সেনানী বীর।
তোমরাই আনবে প্রাণে নবচেতনার খিদে
আসবেই স্বপ্ন দেখাতে এক নতুন শতাব্দীর।।
22nd September, 2018
কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র উপনগরী।